লৌহজংয়ে স্বাধীনতা সংগ্রামের আবৃত্তি অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৫৭ PM, ২০ মার্চ ২০২১

মুন্সীগঞ্জের লৌহজংয়ে স্বাধীনতা সংগ্রামের আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। মুজিব শতবর্ষে সকল জেলায় একযোগের ন্যায় জাতির পিতার প্রতি নিবেদিত আবৃত্তি শনিবার সন্ধ্যায় লৌহজং থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মুজিববর্ষ জাতীয় বাস্তবায়ন কমিটির সাংস্কৃতিক উপ-কমিটির ওয়ার্কিং কমিটির আয়োজনে ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সহযোগিতায় স্বাধীনতার সংগ্রাম আবৃত্তি অনুষ্ঠিত হয়।

সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক জাহিদুল ইসলামের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, বর্তমান ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন, সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ শহিদুর রহমান শিকদার প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ তমাল, অনুষ্ঠান সম্পাদক সৈয়দ শহীদুল ইসলাম নাজু, আবৃত্তি শিল্পী তামান্না সারোয়ার নীপা, দপ্তর সম্পাদক শিরিন ইসালম প্রমুখ।

আপনার মতামত লিখুন :