লৌহজংয়ে সহস্রাধিক বেঁদে পরিবারের মাঝে পুলিশের ত্রাণ সহায়তা

তাজুল ইসলাম রাকিব
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:০৫ PM, ১০ মে ২০২১

মুন্সীগঞ্জের লৌহজংয়ে করোনা দুর্যোগ মোকাবেলায় বেদে সম্প্রদায়ের সহস্রাধিক দুস্থ পরিবারের মাঝে পুলিশ ত্রাণ সহায়তা বিতরণ করেছেন। উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)-এর ব্যবস্থাপনায় রবিবার বিকেল সাড়ে ৩টায় উপজেলার কুমারভোগ ইউনিয়নের খড়িয়া বেঁদে পল্লীতে জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন প্রধান অতিথি হিসেবে ত্রাণ সহায়তা তুলে দেন। বিইএসও ফাউন্ডেশনের সৌজন্যে উপজেলার খড়িয়া, কনকসার ও গোয়ালীমান্দ্রার সহস্রাধিক বেঁদে পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সেমাই, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়।

ত্রাণ সহায়তা বিতরণ উপলক্ষে লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইনের সঞ্চালনায় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন বিপিএম (বার), পিপিএম (বার), উত্তরণ ফাউন্ডেশনের অপূর্ব সায়মন। ডিআইজি হাবিবুর রহমান করোনা আক্রান্ত হওয়ায় সভায় উপস্থিত থাকতে পারেননি।

আপনার মতামত লিখুন :