লৌহজংয়ে র‌্যাবের অভিযানে ২১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নুরুজ্জামান গ্রেফতার

টুডে প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪০ PM, ০৮ অগাস্ট ২০২০

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বানকাইজ এলাকায় র‌্যাব-১১ এর অভিযানে ২১০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি নুরুজ্জামান গ্রেফতার হয়েছে।এসময় মাদক বিক্রির নগদ ১৪,৫০০/- টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১,সিপিসি-১, মুন্সীগঞ্জ এর কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল শনিবার বিকালে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার বানকাইজ এলাকায় অভিযান চালিয়ে ২১০পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৪,৫০০টাকা উদ্ধার করে।এসময় মাদক কারবারি মোঃ নুরুজ্জামান কে গ্রেফতার করা হয়।নুরুজ্জামান বানকাইজ এলাকার আরব আলী শেখের ছেলে।সে এলাকার চিন্হিত মাদক ব্যবসায়ি বলে জানিয়েছেন স্থানীয়রা।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আপনার মতামত লিখুন :