লৌহজংয়ে মাসব্যাপী ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত

তাজুল ইসলাম রাকিব
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৮ PM, ০২ ডিসেম্বর ২০২০

মুন্সীগঞ্জ লৌহজংয়ে টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

লৌহজং উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর মুন্সীগঞ্জ আয়োজিত মঙ্গল বার দুপুর ১২ টার দিকে লৌহজং উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নিবাহী অফিসার মো. হুমায়ুন কবির। মুন্সীগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর উপ পরিচালক মো মতিয়ার রহমানের সভাপতিত্বে ও লৌহজং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাসুদুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার,
কম্পিউটার প্রশিক্ষক এস.এম পারভেজ,শ্রী প্রদীপ কুমার বাছার প্রমূখ।

লৌহজং উপজেলা চত্ত্বরে ভ্রাম্যমান কম্পিউটার ভ্যানে এক মাসব্যাপী ৬০ জনকে প্রশিক্ষণ দেওয়া শেষে সনদপত্র প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :