লৌহজংয়ে বেতন বৈষম্যের প্রতিবাদে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি ঘোষণা

মো.শওকত হোসেন
  প্রকাশিত হয়েছেঃ  ১১:১৫ PM, ২৬ নভেম্বর ২০২০

বেতন বৈষম্য ও সরকার প্রতিশ্রুত দাবিসমূহ বাস্তবায়ন হওয়ায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে স্বাস্থ্য সহকারীরা বৃহস্পতিবার কর্মবিরতি পালন করছেন। এমনকি দাবিগুলাে মেনে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ রাখার ঘােষণা দিয়েছেন স্বাস্থ্য সহকারীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে উপজেলার হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি, স্বাস্ব্য বিভাগীয় মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশন ও হেলথ ইন্সপেক্টর সেক্টোরাল অ্যাসোসিয়েশন যৌথভাবে এ ঘােষণা দেয়।

এ সময় লিখিত বক্তব্য পড়ে শোনান হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন লৌহজং শাখার আহবায়ক হাসেম মো. আবু বকর ছিদ্দিক দেওয়ান। এছাড়া বক্তব্য দেন সদস্য সচিব নাসিমা নাসরিন, সদস্যদের মধ্যে আজিজুল হক, রফিকুল ইসলাম, কাজী মুস্তাফিজুর রহমান, দিপালী রানী দাস, সুধাংশু বিশ্বাস, গোপীনাথ দাস, তাপস চন্দ্র বাঢ়ৈ, সুরাইয়া আক্তার, মানসী রানী শিউলি, সোহেল হোসেন আতাউর রহমান হাওলাদার প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে স্বাস্থ্যকর্মীদের দাবি মেনে নিয়ে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ২২ বছরেও সেসব দাবি পূরণ হয়নি।

উপরোল্লিখিত সমিতি চারটির যৌথ দাবিগুলাে হলাে-টেকনিক্যাল পদমর্যাদাসহ স্বাস্থ্য পরিদর্শকদের ১০তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ১১তম গ্রেড এবং স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬ তম থেকে ১৪ তম তে উন্নীতকরণ, স্বাস্থ্য সহকারীদের সব শুন্য পদ অবিলম্বে পূরণ, স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের শূন্য পদে পদায়নকরণ, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জকে উপজেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক পদে পদায়নকরণ এবং ইনচার্জদের চার্জ অ্যালাউন্স প্রদান, স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের জন্য তিন বছর মেয়াদি ডিপ্লোমা ট্রেনিং চালুকরণ এবং ট্রেনিং-পরবর্তী অটো ১১তম গ্রেডে আপগ্রেডেশন, প্রতি ছয় হাজার জনসংখ্যার জন্য একজন স্বাস্থ্য সহকারী অথবা প্রতি সাবেক ওয়ার্ডের জন্য দু’জন স্বাস্থ্য সহকারীর নিয়ােগ দান এবং স্বাস্থ্য সহকারীদের জব ডেসক্রিপশন তথ্য ব্যবস্থাপনার (এমআইএস) মাধ্যমে স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইট নীড়ের পাতায় অন্তর্ভুক্তকরণ।

আপনার মতামত লিখুন :