লৌহজংয়ে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। ৪০ জন শারীরিক প্রতিবন্ধীকে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে উপজেলা প্রশাসনের মাধ্যমে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের মিলনাতয়নে ইউএনও হুমায়ুন কবিরের সভাপতিত্বে জেলা প্রসাশক মনিরুজ্জামান তালুকদার প্রধান অতিথি হিসেবে এসব হুইল চেয়ার বিতরণ করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুস সালাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।