লৌহজংয়ে নিজস্ব উদ্যোগে বঙ্গবন্ধু কর্নার নির্মান

লৌহজংয়ে এই প্রথম নিজস্ব অর্থায়নে নির্মান করা হলো বঙ্গবন্ধু কর্নার। দিঘলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নির্মান করা হয়েছে এই বঙ্গবন্ধু কর্নারটি। সম্পুর্ন ব্যাক্তিগত উদ্যোগে এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী রুনা এই কর্নারটি নির্মান করেন।
এই কর্নারে মুক্তিযুদ্ধে নিহত মুন্সিগঞ্জের ৩২ জন বীর মুক্তিযোদ্বাদের তালিকা এবং লৌহজংয়ে নিহত বীর মুক্তিযোদ্বাদের তালিকা (মুন্সিগঞ্জ শিশু একাডেমি) থেকে সংগৃহিত তালিকা। এ ছাড়া ও বঙ্গবন্ধু সম্পর্কে জানানোর জন্য রয়েছে অনেক মুল্যবান বই, বঙ্গবন্ধুর দূর্লব ছবি। গত তিন বছর যাবত এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু ও বাংলাদেশ কে জানো প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম হয়ে আসছে। বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদৎ বার্ষিকীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে এই বিদ্যালয়ে পালিত হয় জাতীয় শোক দিবস। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার সহ সকল শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, হাম-নাত ও চিত্রাঙ্গন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে বঙ্গন্ধুর সম্পৃক্ত বই পুরুস্কার দেয়া হয়। এ ছারা বিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।