লৌহজংয়ে নওপাড়া উচ্চ বিদ্যালয়ে রাতের আঁধারে দুর্বৃত্তদের আগুন

মুন্সীগঞ্জের লৌহজংয়ে গভীর রাতে একটি মাধ্যমিক বিদ্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার বৌলতলী ইউনিয়নের নওপাড়া উচ্চ বিদ্যালয়ে গত শনিবার রাত ১১টার সময় এ আগুন দেয় একদল দুর্বত্ত। এতে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের রুমে থাকা ল্যাপটপসহ প্রয়োজনীয় কাগজপত্র আগুনে পুঁড়ে ছাঁই হয়ে যায়। এ বিষয়ে লৌহজং থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
নওপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম দৈনিক মুন্সিগঞ্জের খবর কে জানান, গত শনিবার রাত আনুমানিক ১১টার সময় তার রুমের পেছন দিকে থাকা জানালাটি ইট দিয়ে ভেঙ্গে আগুন ছুঁড়ে মারে। পরে কক্ষটির ভিতরে আগুন জ্বলে যায়। বিদ্যালয়ে থাকা নাইটগার্ড আগুন দেখে সহকারী শিক্ষকসহ আমাদের জানালে আমরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হই।
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি মোসলেম খান মন্টু জানান, কে বা কারা আগুন দিয়েছে তা এখনও জানতে পারিনি। এ বিষয়ে লৌহজং থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। দুপুরে লৌহজং থানা পুলিশ এতে ঘটনাস্থল পরিদর্শন করে যায়।
লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসাইন জানান ঘটনার সত্যতা শিকার করে জানান, এ বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।