লৌহজংয়ে ঢাকার আলফ্রেড চ্যারিটি ফাউন্ডেশনের বানভাসিদের মাঝে খাদ্য বিতরণ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বন্যা ক্ষতিগ্রস্ত ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে ঢাকার যাত্রাবাড়ির আলফ্রেড চ্যারিটি ফাউন্ডেশন। শুক্রবার দুপুরে উপজেলার কনকসার গ্রামে বাচ্চু শেখের বাড়িতে পদ্মায় নদী ভাঙন ও বানভাসিদের জন্য রান্না করা দুপুরের খাবারের আয়োজন করে এ সামাজিক সংগঠনটি। আলফ্রেড চ্যারিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. হাসানুজ্জামান মাসুদের পরিচালনায় লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. রাসেদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য বিতরণ করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন লৌহজং থানার ওসি মো. আলমগীর হোসাইন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মূনীর হোসেন মোড়ল, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সহ সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ। আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, অনাথ ও ধনিয়া ফাউন্ডেশন ও নরসিংদী সর্বজনীন মানবিক ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।