লৌহজংয়ে কোভিড-১৯ টিকাদান নিবন্ধন নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় কোভিড-১৯ টিকাদান নিবন্ধন বিষয়ে অবহিতকরণ সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান মহমুদ এ সময় প্রজেক্টরের মাধ্যমে কোভিড-১৯ নিবন্ধন ফরম পূরণ উপস্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্য দেন বক্তব্য দেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) মু. রাসেদুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সী প্রমুখ।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউপি সচিব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।