লৌহজংয়ে ঈদ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সালাম বেপারীর নগদ অর্থ বিতরণ

তাজুল ইসলাম রাকিব
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৪ PM, ১১ মে ২০২১

লৌহজংয়ে ঈদ উপলক্ষে এক হাজার অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা সালাম বেপারীর নিজ অর্থায়নে ৫ লাখ টাকা বিতরণ করা হয়। কুমারভোগ ইউনিয়নের খড়িয়া গ্রামে তার নিজ বাসা থেকে মঙ্গলবার দুপুরে এ অর্থ সহায়তা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ঢালী মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, আওয়ামী লীগ নেতা খান নজরুল ইসলাম হান্নন, কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার খান ও গোপাল চন্দ্র পাল প্রমুখ।

আপনার মতামত লিখুন :