লৌহজংয়ে ইসলামী যুব আন্দোলন’র দাওয়াতি সভায় যুবকদের ঢল

শুক্রবার সকাল ১০টায় লৌহজংয়ে ঘোড়াদৌড় জগৎবিবি কমপ্লেক্সের চতুর্থ তলায় সিরাজুল উলুম আশরাফিয়া মাদ্রাসায় ইসলামী যুব আন্দোলন লৌহজং উপজেলা শাখার উদ্যোগে দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে যুবকেরা এসে প্রোগ্রাম স্থলে জমা হতে থাকে, সকাল নয়টায় ইসলামী যুব আন্দোলন লৌহজং উপজেলা শাখা সভাপতি জনাব আবু তৈয়ব মোল্লার উদ্বোধনী আলোচনার মাধ্যমে ও সাধারণ সম্পাদক মাওলানা কবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথির গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় ( ঢাকা বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার এহেতেশামুল হক পাঠান। প্রধান আলোচক ইসলামী যুব আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখার সংগ্রামী সভাপতি গাজী রফিকুল কমপ্লেক্সে সলাম বাদল। বিশেষ আলোচক হিসেবে আলোচনা রাখেন ইসলামী যুব আন্দোলন মুন্সিগঞ্জ জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক ও লৌহজং উপজেলা শাখার জিম্মাদার মুজাহিদ মুহাম্মদ রেজাউল করীম।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন বামুক লৌহজং উপজেলা শাখার ছদর মুফতি আসাদুজ্জামান বিক্রমপুরি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ শওকত হোসেন আঃ হামিদ মাস্টার। ইসলামী আন্দোলন বাংলাদেশ লৌহজং উপজেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ্ব হাফেজ মনসুর আহমদ মুসা ও সেক্রেটারী মোঃ সালেহীন মোল্লা। জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ লৌহজং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি আঃ রাজ্জাক ও মুফতি মুজাহিদুল ইসলাম সাদেকি সহ আরো অনেকে। গুরুত্বপূর্ণ আলোচনা শেষে দোয়া এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।