লৌহজংয়ে অ্যাটর্নি জেনারেলের কুলখানি অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের গ্রামের বাড়িতে শুক্রবার কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল অ্যাটর্নি জেনারেলের কুলখানি উপলক্ষে তাঁর নিজ বাড়ি উপজেলার হলদিয়া ইউনিয়নের মৌছামান্দ্রা গ্রামের মসজিদে বাদ জুমা অ্যাটর্নি জেনারেলের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে অ্যাটর্নি জেনারেলের ছোট ভাই মো. নুরুজ্জামানের আয়োজনে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে।
কুলখানিতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম আমিনউদ্দিন, তাঁর দীর্ঘদিনের সহকর্মী সুপ্রিম কোর্টের আইনজীবীদের মধ্যে অ্যাডভোকেট হারুন উর রশিদ, অ্যাডভোকেট হুমায়ুন কবির, অ্যাডভোকেট মোজাম্মেল হক, অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু, অ্যাডভোকেট আবদুল আলীম জুয়েল উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয়ভাবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতু, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ শিকদার, সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমেদ মোড়ল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইলিয়াছ আহমেদ মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সীসহ শুভাকাঙ্খী, আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
গত রোববার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।