লৌহজংয়ে অ্যাটর্নি জেনারেলের রোগমুক্তি কামনায় মসজিদে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৯ PM, ২৩ সেপ্টেম্বর ২০২০

দেশের সর্বোচ্চ আইন কর্মকর্তা করোনা আক্রান্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলমের রোগমুক্তি কামনা করে লৌহজংয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার আসর নামাজ শেষে উপজেলার ঘোড়দৌড় বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। সভাপতি ইলিয়াছ আহমেদ মোল্লার সভাপতিত্বে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সুস্থতা কামনায় মোনাজাত ও দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে মুসল্লিদের মাঝে তোবারক বিতরণ করা হয়।

মাহবুবে আলম ছাড়াও রোগাক্রান্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য নূহ-উল-আলম লেনিন, স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর জন্যও বিশেষ দোয়া করা হয়।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইলিয়াছ আহমেদ মোল্লা, সহ-সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সী, যুগ্ম সম্পাদক পলাশ কুমার দে, শামীম মোড়ল, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সমাজসেবক মিজানুর রহমান লিটন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম আহমেদ পিন্টু প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :