লৌহজংয়ে অবৈধ মাছ ধরার ভেসাল ও জাল মুক্তকরণ অভিযান

তাজুল ইসলাম রাকিব
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৩৯ PM, ১২ অগাস্ট ২০২০

লৌহজংয়ে অবৈধ মাছ ধরার ভেসাল ও জাল মুক্তকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। উপজেলায় অবৈধভাবে রুই জাতীয় মাছের পোনা ধরা বন্ধ করার লক্ষ্যে বুধবার সকাল থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলার বিভিন্ন স্থানে ১৮টি জালসহ ভেসাল উচ্ছেদ এবং আড়াই লাখ টাকার জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়। লৌহজংয়ের ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. রাসেদুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু বক্কর ছিদ্দিক, ক্ষেত্র সহকারী হাওলাদার মো. মনিরুজ্জামান প্রমুখ।

আপনার মতামত লিখুন :