লৌহজংয়ে ২কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি মান্নান গ্রেফতার

লৌহজং উপজেলার হাট নওপাড়া এলাকায় র্যাবের অভিযানে আব্দুল মান্নান মীর (৭০) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার বৌলতলী ইউনিয়নের নওপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মান্নান মীর নওপাড়া গ্রামের মৃত আব্দুল ছাতু মীরের ছেলে।
র্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, র্যাব-১১’র ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী জেলা পুলিশ সুপার প্রণব কুমারের নেতৃত্বে সঙ্গীয় র্যাব সদস্যসহ গোপন সংবাদের ভিত্তিতে লৌহজংয়ের নওপাড়ার পোষ্ট অফিসের সামনে থেকে মাদক কারবারি আব্দুল মান্নান মীরকে গ্রেফতার করা হয়। এ সময় তার তার কাছ থেকে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সে দীর্ঘদিন যাবত কৌসলে মাদক কেনা-বেচা করে আসছিল।
মান্নানের বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।