লৌহজংয়ের ওসি আলমগীর আবারও জেলার শ্রেষ্ঠ এবং এবার শ্রেষ্ঠ এসআই রাসেল মিয়া

মুন্সীগঞ্জের লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন আবারও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন। লৌহজং থানায় দায়িত্ব চলাকালীন এ নিয়ে তিনি চারবার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন। এর আগে তিনি বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্বকালে অসংখ্যবার জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়। এদিকে জেলার শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে নির্বাচিত হন লৌহজং থানার এসআই মো. রাসেল মিয়া। পরে তাঁকেও ক্রেস্ট দিয়ে পুরষ্কৃত করা হয়।
গতকাল সোমবার সকালে জেলা পুলিশ লাইনন্সে জেলা পুলিশ সুপার আবদুল মোমেন পিপিএম-এর সভাপতিত্বে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে পুরষ্কৃত করা হয়। মুন্সীগঞ্জ সদরের অতিরিক্ত পুলিশ সুপার (হেট কোয়ালার) আদিবুল ইসলামের সঞ্চালনায় পুলিশ সুপার (পিবিআই) আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. আফজাল মাহফুজ, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. রাজিবুল ইসলামসহ মুন্সীগঞ্জ জেলার সকল থানার অফিসার ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
লৌহজং থানার অফিসার ছিলেন (ওসি) মো. আলমগীর হোসাইন জানান, কাজের সাফল্য তো এটাই। যখন কাজ করে পুরষ্কার পাওয়া যায় তখন নিজেকে পুলিশ হিসেবে গর্ববোধ করি। জনগণের নিরাপত্তার স্বার্থে পুলিশ কাজ করে আসছে। আমাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করায় জেলার সুযোগ্য পুলিশ সুপার আবদুল মোমেন পিপিএম মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও জানান আমার জন্য সকলে দোয়া করবেন। আমি যাতে জনগণের নিরাপত্তার স্বার্থে সব সময় কাজ করে আসতে পারি।