লৌহজংয়ে স্মার্ট কার্ড বিতরণ

তাজুল ইসলাম রাকিব
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৩৭ PM, ২৩ মার্চ ২০২১

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নে জাতীয় পরিচয় পত্র (NID) স্মার্ট আইডি কার্ড বিতরণ করা শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে বৌলতলী ইউনিয়ন পরিষদে স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের ৯৭৮৪ জন ভোটারের মাঝে জাতীয় পরিচয় পত্র স্মার্টকার্ড আইডি কার্ড বিতরণ করা হবে।
এই জাতীয় পরিচয় পত্র স্মার্টকার্ড আইডি কার্ড বিতরণের উদ্বোধন করেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার রিয়াজ আহমেদ, বৌলতলী ইউপি চেয়ারম্যান হাজী আঃ মালেক শিকদার।

স্মার্ট কার্ড নিতে আসা পয়শা গ্রামের রিপা ইসলাম বলেন ঢাকার থেকে এসে সকালে রোদ্রের মধ্যে লাইনে দাঁড়িয়ে অনেক কষ্ট করে স্মার্ট কার্ড হাতে পেলাম। স্মার্ট কার্ড পেয়ে সমস্ত কষ্ট ভুলে গেছি।

পয়শা পশ্চিম পাড়া গ্রামের আবু তাহের মৃধা বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে স্মার্ট কার্ড হাতে পেলাম। শুনেছি এই স্মার্ট কার্ড দিয়ে সরকারি অনেকগুলো সুযোগ সুবিধা পাওয়া যাবে। তাই অনেক ভালো লাগছে।

বৌলতলী গ্রামের মোঃ বিল্লাল দপ্তরী বলেন আমার জাতীয় পরিচয় পত্র হারিয়ে গিয়েছিল আমি ৩৭০ টাকা সরকারি ফি জমা দিয়ে স্মার্ট কার্ড হাতে পেয়েছি।
উল্লেখ্য আজ বৌলতলী ইউনিয়ন পরিষদ থেকে বৌলতলী, পয়শা পশ্চিম পাড়া ও পয়শা গ্রামের স্মার্টকার্ড বিতরণ করা হয়েছে। আগামীকাল মাইজগাঁও ধারার হাট, মাধাই সুর ও শুরপাড়া গ্রামের স্মার্ট কার্ড বিতরণ করা হবে ।পরশু কাজীপাড়া, জাঙ্গালিয়াা, নওপাড়া ও দক্ষিণ চারিগাও গ্রামের স্মার্ট কার্ড বিতরণ করা হবে।

আপনার মতামত লিখুন :