লৌহজংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জনবল সংকটে ব্যাহত চিকিৎসা সেবা

মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে ১১ টি। এ কেন্দ্রগুলোতে বেশিরভাগ কেন্দ্রে জনবল সংকট রয়েছে। প্রতিটি কেন্দ্রে পরিদর্শিকা, ডাক্তার,আয়া ও পিয়নসহ চারজন থাকার কথা থাকলেও সেখানে রয়েছে মাত্র দু একজন। সরজমিনে গিয়ে কয়েকটি কেন্দ্রে পরিদর্শনকালে লক্ষ্য করা যায় পর্যাপ্ত ঔষধ ও অন্যান্য সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও জনবল সংকটে জনসাধারণকে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।
এ সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রতিদিন সাধারণত ডেলিভারি, গর্ভবতী মা ও শিশু কিশোর কিশোরী, সাধারণ রোগী চিকিৎসা নিতে আসে। বৌলতলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসা নিতে আসা একজন গর্ভবতী মা বলেন আমি প্রতিমাসে দু-একবার চেকআপ করতে আসতে হয়। মোবাইলে যোগাযোগ না করে আসলে চিকিৎসক পাওয়া যায় না।
চিকিৎসা সেবা নিতে আসা মোসাম্মত আমেনা খাতুন বলেন সপ্তাহে প্রতিদিন ডাক্তার পাওয়া গেলে আমাদের অনেক উপকার হইত। এহন সপ্তাহে মাত্র দুদিন স্বাস্থ্য কেন্দ্র খোলা থাকে।
বৌলতলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শিকা মমতাজ আক্তার জানান, আমাদের এখানে জনবল সংকট রয়েছে। আমাকে সপ্তাহে তিন দিন অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শনে যেতে হয়। মাত্র দু’দিন এখানে বসতে পারি। যদি জনবল সংকট না থাকতো তাহলে আরো ভাল করে চিকিৎসা সেবা দিতে পারতাম। তিনি আরো বলেন আমরা রাত দিন চব্বিশ ঘন্টাই গর্ভবতী মায়েদের সেবা দিয়ে থাকি।
উপজেলা পরিবার পরিকল্পনা কল্যাণ কর্মকর্তা মোঃ জাহিদুল আলম দৈনিক মুন্সীগঞ্জের খবর কে জানান আমাদের মূলত জনবল সঙ্কট প্রকট। উপজেলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলোতে ১১ জন পরিদর্শকের মধ্যে রয়েছে পাঁচজন, সাব এসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার ৮জনের মধ্যে রয়েছে ৫ জন, এম এল এস ১১ জনের মধ্যে রয়েছে ৪ জন,আয়া ১১ জনের মধ্যে রয়েছে ৬ জন। তিনি আরো জানান, এতো জনবল সংকটে জনসাধারণকে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।