লৌহজংয়ে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

তাজুল ইসলাম রাকিব
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৪৬ PM, ২২ নভেম্বর ২০২০
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে সড়ক দুর্ঘটনায় হাজী হায়দার শেখ (৮০) নামক এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার সময় উপজেলার গাওদিয়া ইউনিয়নের জোড়পুল বাজারের প্রধান সড়কে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ এ দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, উপজেলার গাওদিয়া ইউনিয়নের ঢুলুগাও গ্রামের বাসিন্দা হাজী হায়দার শেখ (৮০) নামক বৃদ্ধা ঢাকা থেকে হাড়িদিয়া গ্রামের আব্দুল সাত্তার দুলু তালুকদারের জানাযা শেষে নিজ বাসায় ঢুলুগাও গ্রামের উদ্দেশ্য রওনা হয়।

এসময় তার মোটর সাইকেলের সাথে অটোরিকশায় মুখোমুখি সংঘর্ষ হয়। পরে তিনি গুরুত্ব আহত হলে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাধারণ চিকিৎসা দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যবস্থা করে। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো আলমগীর হোসাইন জানান, লৌহজং উপজেলার প্রধান সড়ক জোড়পুলের দুর্ঘটনার বিষয়টি অবগত নেই।

আপনার মতামত লিখুন :