লৌহজংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

তাজুল ইসলাম রাকিব
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৫২ PM, ১৪ ডিসেম্বর ২০২০

মুন্সীগঞ্জের লৌহজংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপ‌জেলা পরিষদ স‌ম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ বুদ্ধিজীবীর স্মরণে বিভিন্ন আলোচনা ও তাদের গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন ক‌বিরের সভাপ‌তিত্বে সভায় উপ‌স্থিত ছি‌লেন উপজেলা পরিষদের প‌্যা‌নেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, উপজেলা সহকারী ক‌মিশনার (ভূমি) মু. রাশেদুজ্জামান খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন বাবুল মুন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বীদ শরীফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শফিকুল আহসানসহ বীর মু‌ক্তি‌যোদ্ধা, বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তাবৃন্দ এবং জুম কনফা‌রে‌ন্সের মাধ‌্যমে বি‌ভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সংযুক্ত হন।

এ সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র “স্টপ জেনোসাইড” প্রদর্শন করা হয়।

আপনার মতামত লিখুন :