লৌহজংয়ে মৃধাবাড়ি পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড়

করোনাকালে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের মৃধাবাড়ি পর্যটনকেন্দ্র গত শুক্রবার বিকেলে ভ্রমণপিপাসু ও জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় ।এতে করে সেখানে এক মিলন মেলায় পরিণত হয়। ভ্রমণপিপাসু জনগণের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। ঢাকার ধোলাইপাড় থেকে আগত ইসরাত জাহান বলেন,” আমরা পরিবার নিয়ে এখানে বেড়াতে এসেছি। এখানের পরিবেশ মনোরম থাকায় খুব ভালো লাগছে”। ঢাকার লালবাগ থেকে এসেছেন মোঃ শাকিল মিয়া, তিনি বলেন “এখানে বেড়াতে এসে খুব ভালো লাগছে। পদ্মার পাড়ে এরকম একটি বাড়ি আসলেই নজর কাড়ে। তিনি আরো বলেন, আমরা সপরিবারে এখানে এসেছি প্রথমে মাওয়া ঘাটে ঘুরতেছিলাম হঠাৎ লোক মারফত জানতে পারলাম মৃধাবাড়ি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে তাই এখানে চলে এসেছি।
মৃধা বাড়ির কর্ণধার মোঃ ফারুক ইকবাল মৃধা দৈনিক মুন্সিগঞ্জের খবর কে জানান,” করোনাকালে সরকারের ঘোষণা অনুযায়ী পর্যটন কেন্দ্রটি বন্ধ রাখা হয়েছিল। তিনি আরো বলেন ,আমাদের লৌহজংয়ে তেমন পর্যটনকেন্দ্র গড়ে উঠেনি তাই ভ্রমণ পিপাসুদের কথা চিন্তা করে সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাক্স ব্যবহার কারীদের জন্য এ কেন্দ্রটি উন্মুক্ত করা হয়েছে। যেকোনো বন্ধের দিন সহ প্রতিদিন বিকেলে এটি খোলা থাকবে।