লৌহজংয়ে মিনিবার ফুটবল টুর্নামেন্টে লিটল স্টার স্পোটিং ক্লাব চ্যাম্পিয়ন

মহান বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের লৌহজংয়ে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এতে লিটল স্টার স্পোটিং ক্লাব ২-১ গোলে হ্যামকো এস.এম ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।গতকাল শুক্রবার বিকাল তিনটায় উপজেলার বৌলতলী ইউনিয়নের ধারার হাট যুব সমাজের উদ্যোগে ধারার হাট ইয়ুথ ক্লাবের প্রাঙ্গণে বিজয় দিবস কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আলহাজ্ব মোঃ ফারুক হোসেন বেপারী।
এ সময় আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ হুমায়ুন বেপারী, শেখ মোঃ লেলিন, মোঃ জয়নাল আবেদীন, মোঃ আলী তালুকদার মোঃ রুহুল আমিন হাওলাদার, মোঃ আজিজ শেখ, তাজুল ইসলাম রাকিব, মোঃ সুমন মাহমুদ, মোঃ আলমগীর হোসেন বেপারী, মোঃ শাহ আলম, আওলাদ হোসেন, বাদশা আলম খান, আরিফুল ইসলাম আপন,মোঃ আল আমিন, সালাউদ্দিন আহমেদ শাওন, মোঃ অভিন ও মোঃ সেলিম প্রমুখ।