লৌহজংয়ে ভাঙ্গন কবলিত পরিবারের মাঝে গো-খাদ্য, শিশুখাদ্য ও শুকনো খাবার বিতরণ

বৃহস্পতিবার সকাল ১১ টায় লৌহজং – তেউটিয়া ইউনিয়ন পরিষদে বানভাসি পদ্মা নদী ভাঙ্গন কবলিত ২০০ পরিবারের মাঝে গো- গদ্য শিশুখাদ্য ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন , লৌহজং – তেউটিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মোঃ রঞ্জু মোল্লা, পূর্ব প্যানেল চেয়ারম্যান মোঃ আইয়ুব ঢালী, ৬ নং ওয়ার্ড মেম্বার সোহরাব চোকদার, ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ রুহুল আমিন, মহিলা মেম্বার মায়া বেগম, শাহিনা বেগম ও ইউপি সচিব মোঃ সোহেল প্রমুখ।
লৌহজং- তেউটিয়া ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম দৈনিক মুন্সিগঞ্জ টুডে কে বলেন, আমরা বন্যা কালীন সময়ে এ পর্যন্ত ২৮ মেট্রিক টন চাল ,৩১৬ প্যাকেট শুকনো খাবার, ১০ হাজার টাকার শিশু খাদ্য ও ৩৫ হাজার টাকা গো -খাদ্য বিতরণ করেছি। তিনি আরো বলেন ,আমাদের ইউনিয়ন পরিষদ থেকে দুইটা লঙ্গরখানায় প্রতিদিন দুপুরের খাবারের ব্যবস্থা করেছি এতে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ হয়েছে।