লৌহজংয়ে বাস ভাড়ায় নৈরাজ্য

তাজুল ইসলাম রাকিব
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৪৩ PM, ০৩ সেপ্টেম্বর ২০২০

লৌহজংয়ে চারটি বাস স্ট্যান্ড থেকে প্রায় ১০ থেকে ১২ টি পরিবহন নিয়মিত ঢাকা যাতায়াত করে থাকে। এদের মধ্যে উল্লেখযোগ্য পরিবহন গুলো হচ্ছে গাংচিল, ইলিশ, স্বাধীন, গ্রেট বিক্রমপুর, বসুমতি, আরাম ,নীলাচল, ডিএম ও ধানসিঁড়ি। এই পরিবহন গুলো কেউই পূর্বের নির্ধারিত ভাড়া মানছে না। ১লা সেপ্টেম্বর থেকে পূর্বের ভাড়া নির্ধারণ করে দেয় সরকার । কিন্তু বাস মালিকরা পূর্বের ভাড়া তোয়াক্কা না করে প্রত্যেক যাত্রী থেকে অতিরিক্ত ১০ টাকা বেশি করে নিচ্ছে জানা গেছে। গাংচিল পরিবহন বালিগাঁও বাস স্ট্যান্ড থেকে ঢাকা পর্যন্ত পূর্বের নির্ধারিত ভাড়া ছিল ৭০ টাকা এখন তারা নিচ্ছে ৮০ টাকা করে ।তেমনি মাওয়া ফেরিঘাট থেকে ঢাকা গুলিস্তান পর্যন্ত ভাড়া ছিল ৭০ টাকা তারাও 80 টাকা করে যাত্রীপ্রতি নিচ্ছে। বৌলতলী ইউনিয়নের কাজীপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মিজানুর রহমান মিজান বলেন ,”আমি নিয়মিতই গাংচিল পরিবহনে ঢাকায় যাতায়াত করে থাকি করোনাকালে সরকারের নির্ধারিত ৬০ ভাগ বর্ধিত ভাড়ায় ঢাকা যাতায়াত করেছি যেহেতু সরকার আজ (১ল সেপ্টেম্বর) থেকে পূর্বের ভাড়া নির্ধারণ করে দিয়েছে তাই মালিকপক্ষের অতিরিক্ত ভাড়া আদায় করার কোন যুক্তি সংগত দেখছিনা।”

আপনার মতামত লিখুন :