লৌহজংয়ে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান

তাজুল ইসলাম রাকিব
  প্রকাশিত হয়েছেঃ  ১১:০৯ PM, ০৮ মে ২০২১

লৌহজংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে গতকাল শনিবার ৫ টি ইউনিয়নে ২৫০০ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ।কলমা,খিদিরপাড়া, গাঁওদিয়া, বেজগাও ও বৌলতলী ইউনিয়নে এ অর্থ বিতরণ করা হয়।

বৌলতলী ইউনিয়ন পরিষদে বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ বিতরণ করেন মুন্সিগঞ্জ- ২ (লৌহজং- টঙ্গীবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। বৌলতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আঃ মালেক শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি তালুকদার লৌহজং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুর রশিদ শিকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাজেদা সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, বৌলতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোঃ তোফাজ্জল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম. আহমেদ বেপারী, সাংগঠনিক সম্পাদক আলী আরশাদ তালুকদার প্রমূখ।

আপনার মতামত লিখুন :