লৌহজংয়ে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

তাজুল ইসলাম রাকিব
  প্রকাশিত হয়েছেঃ  ১০:৪৩ PM, ২১ নভেম্বর ২০২০

গতকাল শনিবার সকাল ১১ টায় লৌহজং থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং- টঙ্গীবাড়ী) সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম।

সমাবেশে স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন লৌহজং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসাইন।থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওসমান গনী তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মতিউল ইসলাম হিরু, লৌহজং থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার, জেলার কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য বিএম শোয়েব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. রাশেদুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন তপন, লৌহজং পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, টঙ্গীবাড়ী কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক নবীন কুমার রায়, আবু বক্কর মাঝি ও উপজেলার ১০ ইউনিয়নের ‌চেয়ারম্যান বৃন্দ।

আপনার মতামত লিখুন :