লৌহজংয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ও গাঁজাসহ গ্রেফতার-৩

লৌহজং উপজেলায় ওয়ারেন্ট ভুক্ত ১ জন আসামী ও ১০০ গ্রাম গাঁজাসহ ২ জন সহ মোট ৩ জন কে গ্রেফতার করেছে লৌহজং থানা পুলিশ।
বুধবার লৌহজং থানার এসআই মাহমুদুল হাসানের নেতৃত্বে বৌলতলী ইউনিয়নের হাট নওপাড়া বাজার হইতে ১০০ গ্রাম গাঁজাসহ মোঃ ইমরান শিকদার পিতা-মৃত ইকবাল শিকদার, শাহাদাত শেখ পিতা রহিম শেখ কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুইজন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার উত্তর গাঁও গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পৃথক আরেকটি অভিযানে লৌহজং থানার এসআই আব্দুর রশিদের নেতৃত্বে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার হলদিয়া গ্রামের মৃত আবেদ আলীর পুত্র রাসেল আহমেদ ওরফে টমাস কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল আহমেদ ওরফে টমাস লৌহজং থানার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানা যায়।
লৌহজং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসাইন এর সত্যতা নিশ্চিত করে জানান গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে লৌহজং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।