লৌহজংয়ে ইউপি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠ সরগরম

ইসি তথ্য অনুসারে আগামী বছরের মার্চ-এপ্রিলে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। এখনো প্রায় ছয়-সাত মাস নির্বাচনের
সময় বাকি রয়েছে। লৌহজংয়ের দশটি ইউনিয়নের (কলমা , গাওদিয়া , খিদিরপাড়া, বৌলতলী , বেজগাও, লৌহজং – তেউটিয়া, কনকসার , হলদিয়া , কুমারভোগ ও মেদিনীমন্ডল ) মধ্যে এখন নির্বাচনী আমেজ লক্ষ করা যায়। কোন কোন ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের অঘোষিত মিটিং-মিছিল আলোচনা-সমালোচনা হচ্ছে। হাট-বাজার চায়ের দোকানে করোনা কে উপেক্ষা করে সাধারণ মানুষ একত্রিত হচ্ছে। তাদের সবারই একটাই আলোচনা কে হবে আগামীতে চেয়ারম্যান ,মেম্বার। কোন কোন সম্ভাব্য মেম্বার প্রার্থীরা ভোটারদের কাছে টানার জন্য চা বিস্কুট ,কোমল পানীয় খাওয়াচ্ছেন। সোশ্যাল মিডিয়া ফেসবুকে সম্ভাব্য প্রার্থীদের ছবিসহ প্রচার হচ্ছে। বিশেষ করে বৃহস্পতিবার ও শুক্রবার এলাকা থাকে সরগরম। কেউ কেউ মনে করেন নির্বাচনকে সামনে রেখে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে।
বৌলতলী ইউনিয়নের মাইজগাঁও বাজারের দোকানদার নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন ,”এখন নির্বাচনী মাঠ সর গরমের কারণে বেচাবিক্রি ভালই হচ্ছে। চা বিস্কুট কোমল পানীয় (স্পাইট সেভেন আপ টাইগার) বিক্রি হচ্ছে বেশি।
খিদিরপাড়া ইউনিয়নের বাসুদিয়া গ্রামের ব ভোটার মোঃ সোহেল দেওয়ান বলেন,” নির্বাচনের এখনো অনেক সময় বাকি রয়েছে , এর মধ্যেই এলাকায় চেয়ারম্যান মেম্বার হওয়া নিয়ে দলাদলি তৈরি হচ্ছে। এতে করে আমরা সাধারণ জনগণ পড়েছি বিপাকে।”