লৌহজংয়ের মাওয়ায় ইলিশ উৎসব

আগামীকাল শুক্রবার লৌহজংয়ের শিমুলিয়া ফেরীঘাটে প্রজন্ম বিক্রমপুরের উদ্যোগে ইলিশ উংসব অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে মুন্সিগঞ্জ -২ (লোহজং -টঙ্গীবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি সহ গন্যমান্য ব্যক্তিবর্গ, সুধী সমাজ সহ সরকারি কর্মকর্তা গন উপস্থিত থাকবেন বলে প্রজন্ম বিক্রমপুরের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে বলো আয়োজক গন জানিয়েছেন।
উংসব উপলক্ষে একটি সংকলন প্রকাশ হবে। এ উপলক্ষে ইতোমধ্যে প্রজন্ম বিক্রমপুর কয়েকটি সভা করেছেন। ইলিশ প্রজনন রক্ষা করে ইলিশের প্রজনন সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধি জাতীয় মাছ ইলিশ রক্ষার আন্দোলন ও এ উৎসবের অন্যতম লক্ষ্য বলে জানা গেছে।
এ ধরনের উংসবের আয়োজন ইতোমধ্যে প্রশংসা অর্জন করেছে। ইলিশ উৎসবের আহ্বায়ক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, সদস্য সচিব ব্যারিস্টার কিবরিয়া শিমুল, এডভোকেট অজয় চক্রবর্তী, ডঃ সাইদুল ইসলাম অপু, বলরাম বাহাদুর, বিক্রমপুর ইলিশ উংসবকে স্বার্থক করার জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।