লকডাউন অমান্য করে গজারিয়ার ভবেরচর বাজারে গরু ছাগল বেচাকেনার ধুম

মঙ্গলবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাজারে চলছে (কোভিড-১৯) বিস্তার রোধ কল্পে সার্বিক কার্যাবলী চলাচলে বিধিনিষেধ আরোগ্য ভঙ্গ করে সাপ্তাহিক গরু ছাগলের হাট বসিয়ে ইজারার টাকা আদায় করিতেছেন ভবেরচর ইউনিয়নের সহকারি ভূমি অফিসার আব্দুল কাদের।
দেশে করোনা মহামারী আকার রোধকল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ত্রিপরিষদ বিভাগ মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার নির্দেশনা অমান্য করে সাপ্তাহিক হাট-বাজার বসিয়ে দেশ ও দেশের মানুষকে করোণা সংক্রমণ দিয়ে ঝুঁকির মধ্যে ফেলেছে ভবেরচর ইউনিয়নের সহকারি ভূমি অফিসার আব্দুল কাদের।
আজ থেকে ৩০ শে জুন মধ্যরাত পর্যন্ত মুন্সিগঞ্জ জেলার সার্বিক কার্যাবলী চলাচল (জনসাধারণের চলাচল সহ) বন্ধ ঘোষণা করা হয়েছে এবং মাঠ পর্যায়ে এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ প্রদান করা হয়েছে।
ভবেরচর সাপ্তাহিক হাট বাজারে সরজমিনে গিয়ে সহকারী ভূমি অফিসার আব্দুল কাদেরকে সরকারি নিষেধাজ্ঞার কথা জানতে চাইলে তিনি জানান বাজারে বিক্রির জন্য যে গরু ছাগল নিয়ে আসা হয়েছে তা বিক্রি করে তারা চলে যাবে। এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষ আমাকে কোন অবগত করেনি।
এ ব্যাপারে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী জানান নিষেধাজ্ঞা( প্রজ্ঞাপন) অনুযায়ী সর্বক্ষেত্রে প্রযোজ্য। তবে সাপ্তাহিক হাট বাজারে বিক্রেতারা নিষেধাজ্ঞার অজান্তে বাজারে চলে এসেছে দায়িত্বরত সহকারী ভূমি অফিসার কে দ্রুত বাজার হতে তাদেরকে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।