লকডাউনের প্রথম দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ ৮ কিলোমিটার যানজট

মঙ্গলবার লকডাউনে প্রথমদিনের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় মানুষের ভিড়। নতুন করে ঘোষিত লকডাউনে কর্মস্থলে যাওয়ার মানুষের ভোগান্তি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার মধ্য বাউশিয়া, ভবেরচর, ভাটেরচর এবং জামালদি এলাকায় কর্মস্থলে যাওয়ার মানুষদের ভিড় লক্ষ করা গেছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে যাত্রীরা ছোট ছোট পিকআপ ও প্রাইভেট কার মাইক্রোবাস লোকাল বাস দিয়ে গন্তব্য যাওয়ার জন্য ছুটছে অনেক রোগীকে অ্যাম্বুলেন্সে যানজটে পড়ে থাকতে দেখা গেছে এ ব্যাপারে ভবেরচর হাইয়ের ফাঁড়ির ইনচার্জ মো:কামাল উদ্দিন জানান টোল প্লাজা কারণ ও গাড়ি অতিরিক্ত চাপ কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে।