রাঢ়ীখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী হিসাবে সকলের দোয়া চান অটল মোল্লা

আসন্ন শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়ন যুবলীগের কমিটিতে সভাপতি পদপ্রার্থী হিসাবে ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের জনগণের দোয়া ও সহযোগীতা চান আবুল কালাম মোল্লা (অটল)।
আবুল কালাম (মোল্লা) অটল ১৯৭৮ সালের ৫ই জুলাই জন্মগ্রহণ করেন।তার পিতার নাম মোঃ দুলাল মোল্লা (মৃত) ও মাতাঃ সোনাবান।
তিনি শ্রীনগর উপজেলার ভাগ্যকুল বালাশুর চৌরাস্তার একজন ব্যবসায়ী।তার বাসা উপজেলার বালাশুর গ্রামে।
রাজনৈতিক জীবনে অটল মোল্লা ২০০৮সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামিলীগের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।তিনি রাঢ়ীখাল ইউনিয়ন যুবলীগের শ্রীনগর উপজেলা কর্তৃক প্রস্তাবিত সিনিয়র সহ-সভাপতি, রাঢ়ীখাল ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও ২০১২সালের রাঢ়ীখাল ইউনিয়ন যুবলীগের কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।
তার বাবা রাঢ়ীখাল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও তার চাচা রাঢ়ীখাল ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন।
অটল মোল্লা বৃহত্তর বালাশুর যুব সংঘের সহ-সভাপতি ছিলেন।বর্তমানে তিনি বালাশুর হাফেজিয়া কওমিয়া মাদ্রাসা ও লিল্লাহ বডিং এর সেক্রেটারি ও উত্তর বালাশুর যুব উন্নয়ন সোসাইটির সভাপতি’র দায়িত্ব পালন করছেন।
ইতিপূর্বে অটল মোল্লা রাঢ়ীখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী হিসাবে ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও শ্রীনগর উপজেলা, জেলা ও কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র নেতাদের কাছে দোয়া ও সহযোগীতা চাওয়াসহ তার প্রার্থীতা জানান দিচ্ছে।প্রার্থীতা জানান দিতে তিনি রাঢ়ীখাল ইউনিয়নের বিভিন্ন এলাকার হাট-বাজারে ও রাঢ়ীখাল-বালাশুর মহাসড়কের পাশে ব্যানার ফেস্টুন টাঙ্গিয়ে প্রচারণা চালাচ্ছেন।
অটল মোল্লা জানান, উপজেলা, জেলা ও কেন্দ্রীয় যুবলীগের নেতারা চাইলে তিনি সভাপতি হবেন।সভাপতি হলে দলের জন্য কাজ করা ছাড়াও এলাকার উন্নয়নে কাজ করে যাবেন।