রাঢ়ীখাল ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি রেজওয়ান, সম্পাদক হানিফ নির্বাচিত

তাইজুল ইসলাম উজ্জ্বল
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:৪১ PM, ২২ নভেম্বর ২০২০

শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।রবিবার সকাল ১০টায় রাঢ়ীখাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোটে নতুন কমিটির সভাপতি রেজওয়ান হোসেন ঢালী ও সাধারণ সম্পাদক হাজী মোঃ হানিফ বেপারী নির্বাচিত হয়েছেন।

এতে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ মোঃ লুৎফর রহমান, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদ ভূইয়া।

রাঢ়ীখাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আলম চৌধুরী, শামসুল আলম সবজল, যুগ্ম-সাধারন সম্পাদক এডভোকেট সোহানা তাহমিনা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আবুল কাশেম।

সম্মেলনে সার্বিক সহযোগিতায় ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামিলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল বারেক খান বারী,শ্রীনগর উপজেলা আওয়ামিলীগের সদস্য কিবরিয়া আহাম্মেদ,আহাম্মদ আলী ঢালী,আবুল কালাম আজাদ (তুহিন)।

আপনার মতামত লিখুন :