রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আরশাদ আলী বেপারীর দাফন সম্পন্ন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা কর্মকর্তা আরশাদ আলী বেপারী (৯০) দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। রোববার সকাল দিকে বাউশিয়া ইউনিয়নে পুরান বাউশিয়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহে রাজেউন)। তিনি পুরান বাউশিয়া গ্রামের মৃত লালু বেপারীর পুত্র। রোববার দুপুর ২টার দিকে বাউশিয়া এম.এ আজহার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী (ভূমি) কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা, পরিদর্শক (অপরেশন) মুক্তার হোসেনের নেতৃত্বে থানা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন। এরপর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি তিন ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং সকল রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।