যুগ্ম-সচিব সায়লা ফারজানাকে রজতরেখা পরিবারের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:২২ PM, ০২ জানুয়ারী ২০২২

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সায়লা ফারজানাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে মুন্সীগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক রজত রেখা পরিবার। গতকাল শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলা সার্কিট হাউজে এ ফুলের শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক রজত রেখা পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট শাহিন মো. আমান উল্লাহ্, নির্বাহী সম্পাদক মাহমুদুল হাসান সাদি, বার্তা সম্পাদক গোলাম আশরাফ খান উজ্জ্বল ও সিনিয়র প্রতিবেদক মো. নাজির হোসেন।

বর্তমান জনপ্রশাসন যুগ্ম-সচিব মুন্সীগঞ্জের জেলা প্রশাসক থাকাকালীন সময় দৈনিক রজত রেখা পত্রিকার আবেদন করা হয়। জনপ্রশাসন যুগ্ম-সচিব সায়লা ফারজানা পত্রিকার নাম ‘রজত রেখা’ প্রস্তাবনা করেন। রজতরেখা নামেই পত্রিকার ডিক্লারেশন পায়।

এরই প্রেক্ষিতে দৈনিক রজত রেখা পরিবার সায়লা ফারজানার প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানায়। তিনি পত্রিকা ও পত্রিকার সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করেন।

আপনার মতামত লিখুন :