মোল্লাকান্দি ইউপির দেড় কোটি টাকার বাজেট ঘোষনা

নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের ২০২৩-২৪ অর্থবছরের ১ কোটি ৪৯ লাখ ৮৮ হাজার ৪৮২ টাকার সম্ভাব্য বাজেট ঘোষনা করা হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সম্ভাব্য এই বাজেট পেশ করেন মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. রিপন হোসেন পাটোয়ারী।
বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন খান। মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. রিপন হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সদ উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ মুন্সীগঞ্জের মাঠ কর্মকর্তা ইউজিন ম্রং, সংরক্ষিত নারী ইউপি সদস্য, ৯টি ওয়ার্ডের ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উন্মুক্ত এই বাজেট অনুষ্ঠানে মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. রিপন হোসেন পাটোয়ারী ২০২৩-২৪ অর্থবছরের সম্ভাব্য বাজেটের বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন।