মোল্লাকান্দি আওয়ামী লীগের সূধী সমাবেশ অনুষ্ঠিত

Kazi Dipu
  প্রকাশিত হয়েছেঃ  ০৯:২৭ PM, ২১ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামলে রেখে তৃণমূল পর্যায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সুসংগঠিত করতে মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে সুধী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল বিকেল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া বাজার ঈদগাঁ মাঠে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভা মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

সুধী সমাবেশে বক্তারা বলেন, চরাঞ্চল তথা সদর উপজেলা ও গজারিয়া উপজেলার জনগন কি চায়। প্রধানমন্ত্রী কাকে নৌকা দিলে কে পাশ করবে সেটা জনগণ ভালো জানে। মানুষ কি চায়, সেটা আপনারা মিডিয়া কর্মী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা প্রধানমন্ত্রীকে জানিয়ে দিবেন। আমরা চাই জনগণের কথা আপনাদের মাধ্যমে প্রধানমন্ত্রী জানুক। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে মোহাম্মদ ফয়সাল বিপ্লবের কোনো বিকল্প নাই।

মোল্লাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফরহাদ খানের সভাপতিত্বে মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সামসুল কবির, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মো. রিপন হোসেন পাটোয়ারী, চরকেওয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান জীবন, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা ও সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া।

এ সময় মাকহাটী জিসি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তার মন্ডলসহ আওয়ামী ইউনিয়ন আওয়ামী লীগের সকল ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়নের সকল ওয়ার্ডে ইউপি সদস্যগণ, লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রমূখ।

 

আপনার মতামত লিখুন :