মোল্লাকান্দিতে ২৫০ মন আলুর ডেরা আগুন

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের দুরবৃত্তদের দেওয়া আগুনে পুরে গেছে কৃষক কামাল দেওয়ানের ২৫০ মন আলু। গতকাল রোববার দিবাগত রাত পৌন ১টার দিকে ইউনিয়নের উত্তর বাহেরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
এতে প্রায় দেড় লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষক কামাল বেপারী। তিনি জানান, পাইকার আসলে বিক্রি করার জন্য আলু উঠানোর পর ডেরা বানিয়ে জমিতেই সংরক্ষন করেছি। রোববার রাত পৌন ১টার দিকে কে বা কারা আগুন দিয়েছে বলতে পারছি না। তবে আমার ভাই ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনার সমর্থক ছিলেন। বর্তমান চেয়ারম্যান রিপন পাটোয়ারীর লোকজন আমাদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাতো। তিনি বলেন, গত রোববার উত্তর বাহেরকান্দি গ্রামের দেলোয়ার বেপারীর ছেলে সিয়াম আমাকে দেখে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বিভিন্ন ভাবে হুমকি দেয়। তবে এ ঘটনায় এখনো সোমবার রাত পর্যন্ত থানায় কোনো অভিযোগ দাখিল করেনি কামাল বেপারী।
জানতে চাইলে দেলোয়ার বেপারী তার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ তোলায় হয়েছে, তা সঠিক নয়। কে বা কারা আগুন দিয়ে আলু পুড়িয়ে ফেলেছে, তা কামাল বেপারীও বলতে পারছে না। সদর থানার ওসি (তদন্ত) রাজীব খান জানান, এমন অভিযোগ কেউ পুলিশকে জানানো হয়নি।