মোল্লাকান্দিতে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ গুলিবিদ্ধসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৫৭ PM, ০৭ ফেব্রুয়ারী ২০২৩

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দিতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি, ঢালীকান্দি, নোয়াদ্দা ও লক্ষ্মীদিবি গ্রামে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মুর্হুমূহু ককটেল বিস্ফোরণ ও গুলি বর্ষনের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ফারুক হোসেনকে (২০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আহত পরান মোল্লা (১২) ও সুমন মোল্লাকে ঢাকার চক্ষু হাসপাতালে প্রেরন করেছে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক। এছাড়া আহত রাসেল, পারভেজ, শরীফ, নীরব ও সোহেলসহ বাকীদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় উভয়পক্ষই পরস্পরকে দায়ী করেছেন।

গ্রামবাসী জানায়, ইউপি নির্বাচনের বিরোধ ও আধিপত্য নিয়ে সদর উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ও মোল্লাকান্দি ইউপি রিপন পাটায়ারী এবং আ’লীগ নেত্রী ও সাবেক ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনার সমর্থকদের মধ্যে পূর্ব বিরোধ নিয়ে মঙ্গলবার দুপুরে সংঘর্ষ বেঁেধ যায়।

আ’লীগ নেত্রী ও মোল্লাকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহসিনা হক কল্পনা জানান, সকালে ঢালীকান্দি গ্রামে তার এক সমর্থককে মারধর করে প্রতিপক্ষ ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়াীর সমর্থকরা। এ ঘটনার জের ধরে দুপুরে ওই গ্রামে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে অপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ঘটনার জন্য তিনি বর্তমানে ইউপি চেয়ারম্যানের সমর্থকদের দায়ী করেন।

সদর উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ও মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রিপন পাটোয়ারী সংঘর্ষের জন্য সাবেক ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনার সমর্থকদের দোষারোপ করে বলেন, বেশ কিছুদিন ধরেই শান্ত থাকা মোল্লাকান্দিকে অশান্ত করতে নানা অপতৎপরতা চালাচ্ছে সাবেক ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনা ও তার লোকজন। এর প্রেক্ষিতেই মঙ্গলবার ঢালীকান্দি গ্রামে তার এক সমর্থককে মারধর করে কল্পনার সমর্থকরা। এর প্রতিবাদ করতে গিয়ে সংঘর্ষ বেঁধে যায়।

এ ব্যাপারে সদর থানার ওসি মো. তারিকুজ্জামান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘর্ষে জড়িতরা পিছু হটে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত।

 

আপনার মতামত লিখুন :