মেয়র ফয়সাল বিপ্লবকে এমপি হিসাবে দেখতে চায় গজারিয়ার তৃণমূল আওয়ামী লীগ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লবকে এমপি হিসাবে দেখতে চায় গজারিয়ার তৃণমূল আওয়ামী লীগ। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার অংশে বালুয়াকান্দি বাস স্ট্যান্ড সংলগ্ন কুতুবিয়া কনভেনশন সেন্টারে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে উপজেলা তৃণমূল আওয়ামী লীগের নেত্রী বৃন্দ এ ঘোষণা দেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এম মহশিন চৌধুরী’র সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলামের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সচিব মশিউর রহমান,গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী,এলজিডি প্রকল্প পরিচালক প্রকৌশলী মামুনুর রশিদ, গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইছ উদ্দিন, সাবেক কেন্দ্রীয় যুব লীগ নেতা হাফিজুর রহমান খাঁন,গজারিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আঁখি, মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম বীর প্রতিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মুমিনুল হক টিটু
অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব নাজমুল হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিনা আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক প্রফেসর দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবুবকর সিদ্দিক মিথুন, উপজেলা যুবলীগ নেতা আবুল বাশার, আজিজুল হক পার্থ,উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. হাবিবুর রহমান প্রমুখ।
এছাড়াও সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক বৃন্দ ও আওয়ামীলীগ এর সর্বস্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিল পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।