মেডিকেলে ভর্তি পরীক্ষায় শ্রীনগরের নীরা ইসলাম ২৬৪ তম

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন।পাস করেছেন ৭৯ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী।পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।
এর মধ্যে শ্রীনগরের কৃতি সন্তান নীরা ইসলাম ২৬৪ তম হয়েছেন।তিনি স্যার সলিমুল্লাহ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির সুযোগ পেয়েছেন।
নীরা ইসলাম ছোট বেলা থেকেই অত্যন্ত মেধাবী একজন ছাত্রী ছিলেন।তিনি রাজধানী ঢাকার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাইস্কুল থেকে এসএসসিতে জিপিএ ৫ ও হলিক্রস উইম্যানস কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন।
তার গ্রামের বাড়ি শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকসা গ্রামে।তার বাবার নাম আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ও মায়ের নাম জোৎস্না ইসলাম।বর্তমানে তিনি রাজধানী ঢাকার লক্ষীবাজার এলাকায় বসবাস করছেন।নীরা ইসলাম তার সফলতার জন্য বন্ধু-বান্ধব আত্মীয়স্বজন সহ সকলের কাছে দোয়া চেয়েছেন।
জানাগেছে সারা দেশের সরকারি মেডিকেল কলেজসমূহে এবার শিক্ষার্থী ভর্তির জন্য আসন আছে ৪৩৫০টি। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মেধাক্রম অনুযায়ী প্রথম ৪৩৫০ জন এসব কলেজে ভর্তি হতে পারবেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী মেধা তালিকার প্রথম ৪৩৫০ জনের মধ্যে ছেলে আছে ১ হাজার ৮৮৫ জন আর মেয়ে আছে ২ হাজার ৩৪৫ জন।
উত্তীর্ণ বাকি শিক্ষার্থীরা বেসরকারি মেডিকেল কলেজগুলোতে ভর্তি হতে পারবেন।সারা দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোতে এবার শিক্ষার্থী ভর্তির জন্য মোট আসন রাখা হয়েছে ৬৪৮৯টি।