মুন্সীগঞ্জ সদর থানায় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। আজ (০৫ অক্টোবর) মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে মুন্সীগঞ্জ সদর থানায় এ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিনহাজ উল ইসলাম।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক এ আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর থানার ওসি (তদন্ত) মো. রাজিব খান, জেলা পুজা উজ্জাপন কমিটির সভাপতি সমর ঘোষ,অভিজিৎ দাস ববি, ননী গোপাল হালদার, পবিত্র সংকর চ্যাটাজিংসহ সদর উপজেলার ৪১ টি পূজা উদযাপন কমিটির নেতাকর্মীবৃন্দ।
মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৪১ টি পুজা মণ্ডপে নিরবচ্ছিন্ন নিরাপত্তায় সদর থানা পুলিশের মোবাইল টিম, বিট পুলিশিং নিরাপত্তায় থাকবেন। এছাড়াও সদর থানা পুলিশ পূজা মন্ডপে করানা প্রতিরোধে হ্যান্ড সেনিটাইজার ও মাস্ক ব্যবহারে আহবান জানিয়েছেন।