মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলার ইউপি চেয়ারম্যানগণের শপথ গ্রহন

মো. নাজির হোসেন
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪১ PM, ১২ জানুয়ারী ২০২২

শপথ গ্রহন করলেন মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলার ২০ জন নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। আজ (১২ জানুয়ারী) বুধবার বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়৷ শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

এ সময় উপস্থিত ছিলেন – স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এনামুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো. নোমান হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) স্নেহাশীষ দাশ,জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরাসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসারগণ উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার।

মুন্সীগঞ্জ সদর উপজেলার ৯টি ও টঙ্গীবাড়ি উপজেলার ১১টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ শপথ নেন। সদর উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের শপথ গ্রহন করা চেয়ারম্যানরা হলেন – চরকেওয়ার ইউনিয়ন পরিষদের আলহাজ্ব মো. আফছার উদ্দিন ভূইয়া, মহাকালী হাজী শহিদুল ইসলাম ঢালী, বজ্রযোগিনী মো. তোতা মিয়া মুন্সী, পঞ্চসার হাজী গোলাম মোস্তফা, রামপাল হাজী মো. বাচ্চু শেখ, মোল্লাকান্দি হাজী মো. রিপন পাটোয়ারী, আধারা মো. সোহরাব হোসেন, শিলই পারভেজ মৃধা ও বাংলাবাজার সোহরাব হোসেন পীর।

অন্যদিকে, টঙ্গীবাড়ি উপজেলার ১১ ইউনিয়নে শপথ গ্রহন করা চেয়ারম্যানরা হলেন – বেতকা রুকুনুজ্জামান রিগ্যান, আব্দুল্লাহপুর আ: রহিম, আউটশাহী আলহাজ্ব সেকান্দার আলী বেপারী, বালিগাঁও হাজী দুলাল, আড়িয়ল আ: কাদির হালদার, ধীপুর আক্তার হোসেন মোল্লা, কাঠাদিয়া-শিমুলিয়া মো. আনিছুর রহমান, যশলং ইসমাইল হোসেন খান (বাবু), কামাড়খাড়া লুৎফর রহমান (খুকু), দীঘিরপাড় আরিফুল ইসলাম হালদার ও হাসাইল -বানারী নুর জামান দেওয়ান। অপরদিকে, সোনারং – টঙ্গীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি বিদেশে থাকায় শপথ নিতে পারেনি।

প্রসঙ্গত: গতবছর ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলার ২১ ইউনিয়ন পরিষদের শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।

আপনার মতামত লিখুন :