মুন্সীগঞ্জ শহরে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালিত

মো. নাজির হোসেন
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৪৯ PM, ২৮ সেপ্টেম্বর ২০২১

বঙ্গবন্ধুর কন্যা, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনে মুন্সীগঞ্জ শহরের পশ্চিম দেওভোগে নানা আয়োজনে পালিত হয়েছে। আজ (২৮ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকাল ৩ টার দিকে শহরের ৫ নং ওয়ার্ড পশ্চিম দেওভোগ বটতলা এলাকায় জন্মদিনের নানা আয়োজন করা হয়।

নানান আয়োজনটি মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবে নির্দেশনায় মুন্সীগঞ্জ পৌর আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক মো. আলমগীর সরদার আয়োজন করেন।

এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মেয়র বিপ্লবের ছবিসহ ৫০০ যুবক টি-সার্ট ও ১০০ নারী নানান রংঙের শাড়ি পরে হাতে প্রধানমন্ত্রী জন্মদিনের শুভেচ্ছা কার্ড নিয়ে র্যালী করেন। পশ্চিম দেওভোগ থেকে র্যালীটি পূর্ব দেওভোগ, জেলা পরিষদ, পুরাতন কাচারী পদক্ষীণ করে সুপার মার্কেট এসে শেষ হয় ৷

পরে পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের আয়োজনে শহরের মুক্তিযুদ্ধা সংসদের সামনে সড়কে কেক কাটা অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

এ সময় উপস্থিত ছিলেন -শেখ আহসানউল্লাহ্, নাজমুল হাসান মিলন, জিয়াউর রহমান ভুট্টো, জগলুর হাসান পাপন, মো. জসিম উদ্দিন, শাহ-আলম, সাদ্দাম শেখ, আল-আমিন, সৌরভ সহ অন্যান্যরা।

আপনার মতামত লিখুন :