মুন্সীগঞ্জ জেলা যুব মহিলালীগের প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:৪১ AM, ২৯ সেপ্টেম্বর ২০২০

মুন্সীগঞ্জে জেলা যুব মহিলালীগের প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৫ টায় শহরের বঙ্গবন্ধু সড়কের ফ্রেন্ডস কিচেন সেন্টারে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস (এমপি)।

আরো বক্তব্য রাখেন,মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. শাহিন মো. আমান উল্লাহ্, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন হক কল্পনা,সাবেক ভাইস চেয়ারম্যান মেহেরুন নেছা নাজমা,মুন্সীগঞ্জ পৌর মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার,জেলা যুব মহিলা যুবলীগের সদস্য সালমা বেগম, যুব মহিলা লীগ সদস্য হুমায়রা আক্তার নিলা,পৌর ৯ নং ওয়ার্ড কাউন্সিল জাকির হোসেন, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু, মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য গোলাম রসুল সিরাজী (রোমান), সাবেক ছাত্রলীগ সভাপতি এড. গোলাম মাওলা তপন,মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন।

দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ যুব মহিলালীগের আহবায়ক মোরশেদা বেগম লিপি।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা পরিষদ সদস্য আরিফুর রহমান, মুন্সীগঞ্জ পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ হোসেন আবির, পৌর ২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান দর্পণ,পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মুকবুল হোসেন, কেন্দ্রীয় ছাত্র লীগের উপ-আইন বিষয়ক সম্পাদক আপন দাস,পঞ্চসার ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহিদ হাসান, আধারা ইউপির ৯নং ওয়ার্ড মেম্বার মো. কমর উদ্দিন কমল প্রমূখ।

অনুষ্ঠানের প্রথমে কোরআন তেলোয়াত ও প্রয়াত মাহবুব আলম জন্য ১ মিনিট নিরবতা পালন করে।

আপনার মতামত লিখুন :