মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে লৌহজংয়ে শীতবস্ত্র বিতরণ

তাজুল ইসলাম রাকিব
  প্রকাশিত হয়েছেঃ  ১০:২৮ PM, ০১ ফেব্রুয়ারী ২০২১

মুন্সীগঞ্জের লৌহজংয়ে  ৭শতাধিক অসহায় বেঁদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উত্তরণ ফাউন্ডেশন। গতকাল সোমবার বিকালে উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা পুলিশের আয়োজনে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার আব্দুল মোমেনের (পিপিএম) সভাপতিত্বে ও লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) পক্ষে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) কাজী মাকসুদা লিমা।
পুলিশ সুপার আব্দুল মোমেনের (পিপিএম) বলেন, মানুষ এখন আধুনিক চিকিৎসার উপর নির্ভরশীল তাই বেঁদে সম্প্রদায়ের সন্তানদের উচ্চ শিক্ষিত করতে হবে। বাল্য বিবাহ বন্ধ করতে হবে। রেজিষ্ট্রি ছাড়া বিবাহ যেন না হয় দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। বেঁদে সম্প্রদায়কে স্বাবলম্বী হয়ে বৈষম্যমূলক জীবন থেকে বের হয়ে আসার জন্য বিনীত অনুরোধ করেন তিনি। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে মুন্সীগঞ্জ পুলিশ জিরো টলারেন্স।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপারের সহধর্মীণী নুসরাত লায়লা (পুনাক সভানেত্রী), অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. আসাদুজ্জামান, উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক কেএম মাহফিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গণি তালুকদার, হলদিয়া ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মতুর্জা খান, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, লৌহজং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান মানিক, অপারেশন মো. শফিউদ্দিন খান, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

আপনার মতামত লিখুন :