মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুমনের পিতৃবিয়োগ

মুন্সীগঞ্জ পৌরসভার পাঁচঘড়িয়াকান্দি এলাকার বীর মুক্তিযোদ্ধা একেএম আজিজুর রহমান রেজাউল করীম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বীর মুক্তিযোদ্ধা রেজাউল করীম জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী সদস্য মো. আসাদুজ্জামান সুমনের বাবা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখেছেন।
এদিকে, এদিন সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করীমকে। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বারির উপস্থিতিতে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে পাঁচঘড়িয়াকান্দি এলাকায় নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকার করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। সন্ধ্যায় মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।