মুন্সীগঞ্জে ৩টি চোরাই মটর সাইকেল উদ্ধার, আটক -৫

তিনটি মটর সাইকেল চুরির অভিযোগে পাঁচ জনকে আটক করেছে মুন্সীগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা।
আটককৃতরা হলেন- মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সিলিমপুর গ্রামের আসাদুজ্জামান জুয়েলের ছেলে রেজা মাহামুদ সাইমন (৩২), চাসিড়ি গ্রামের পনির ব্যাপারির ছেলে মো. জাহিদুল ইসলাম নিরব (২৫) ও মৃত আঃ মোতালেব সিকদারের ছেলে সুমন (২২), নুরপুর গ্রামের আইনাল হক কোতোয়ালের ছেলে আমিনুল ইসলাম (৩০) ও বালিগাও গ্রামের নাসির পাঠানের ছেলে মো. সানি (২১)।
আজ বুধবার (৬ অক্টোবর) দুপুরে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ৩ অক্টোবর মুন্সীগঞ্জ আদালত প্রাঙ্গণ থেকে আদালতের অফিস সহায়ক মো. ফরহাদ হোসেন রুবেলের মটর সাইকেল চুরি গেলে সদর থানায় মামলা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় আন্তঃজেলা মটর সাইকেল চোর চক্রের সদস্যদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে আসামীদের জিজ্ঞাসাবাদ করে তাদের হেফাজত থেকে তিনটি চুরি যাওয়া মটর সাইকেল উদ্ধার করা হয়।