মুন্সীগঞ্জে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার পৌরমার্কেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযান চালিয়ে ২ টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসিফ আল আজাদ এ অভিযান চালায়।
এ সময় ধার্যকৃত মূল্য অপেক্ষা অধিক মূল্যে সেবা সরবরাহ করায় একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা ও খাদ্যপন্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় একটি কনফেকশনারি কে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সদর স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও মুন্সীগঞ্জ ব্যাটালিয়ন আনসারের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।